Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

মা ও শিশু কল্যাণ কেন্দ্রঃ জরুরী প্রসব সেবাসহ নিরাপদ ডেলিভারী,গর্ভকালীণ পরিচর্যা,গর্ভোত্তর পরিচর্যা,প্রজনন স্বাস্থ্য সেবা,মহিলাদের জরায়ুর ক্যান্সার পরীক্ষা,আরটিআই/এসটিআই রোগের চিকিৎসাসহ সীমিত আকারে সাধারণ রোগীর সেবা,শুন্য-5 বছরের মিশুদের পরিচর্যা ও চিকিৎসা,বয়ঃসন্ধিকালীন কিশোর-কিশোরীদের সেবা প্রদান,ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কিত পরামর্শ প্রদান,এম আর সেবা,পরিবার পরিকল্পনার খাবারবড়ি,ইনজেকশন,কনডম,আইউডি,ইমপ্লান্ট ও স্থায়ী পদ্ধতির সেবা প্রদান। 

উপজেলা কার্যালয় সমূহঃ প্রশাসনিক,ব্যবস্থাপনা,অধিনস্থ কার্যালয় ও মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকী,মনিটরিং,সমন্মিত প্রতিবেদন প্রস্তুত ও যথাযথ কতৃপক্ষের নিকট প্রেরণ।

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহঃ নিরাপদ ডেলিভারী,গর্ভকালীণ ও গর্ভোত্তর পরিচর্যা,প্রজনন স্বাস্থ্য সেবা,সীমিত আকারে সাধারণ রোগীর সেবা,শুন্য থেকে 5 বছরের শিশুদের পরিচর্যা ও চিকিৎসা,বয়ঃসন্ধিকালীন কিশোর-কিশোরীদের সেবা প্রদান,ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ প্রদান,এমআর সেবা,পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধকরণ,পরিবার পরিকল্পনার খাবার বড়ি,কনডম,ইনজেকশন,আইইউডি পদ্ধতির সেবা প্রদান।

স্যাটেলাইট ক্লিনিকঃ গর্ভকালীণ ও গর্ভোত্তর পরিচর্যা,প্রজনন স্বাস্থ্য সেবা, o থেকে 5 বছরের শিশুদের পরিচর্যা ও চিকিৎসা,বয়ঃসন্ধিকালীন কিশোর-কিশোরীদের সেবা প্রদান,সীমিত আকারে সাধারণরোগীর সেবা,ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ প্রদান,পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধকরণ,এমআর সেবা,পরিবার পরিকল্পনার খাবার বড়ি,কনডম,ইনজেকশন,আইইউডি পদ্ধতির সেবা প্রদান।

কনউনিটি ক্লিনিকঃ সীমিত আকারে সাধারণরোগীর সেবা,ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ প্রদান,শুন্য থেকে 5 বছরের শিশুদের পরিচর্যা ও চিকিৎসা,বয়ঃসন্ধিকালীন কিশোর-কিশোরীদের সেবা প্রদান,পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধকরণ,পরিবার পরিকল্পনার খাবার বড়ি,কনডম ও ইনজেকশন পদ্ধতির সেবা প্রদান।

বাড়ী পরিদর্শনের মাধ্যমেঃ সক্ষম দম্পতির তালিকাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ,ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ প্রদান,পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধকরণ,পরিবার পরিকল্পনার খাবার বড়ি,কনডম ও ইনজেকশন পদ্ধতির সেবা প্রদান। ক্লিনিক্যাল পদ্ধতি গ্রহণে ইচ্ছুক গ্রহীতাদের উপজেলা এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রেফার করার ব্যবস্থা।